রাজনীতি ১ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫৮

‘বিএনপি দুনীতিতে দেশকে চ্যাম্পিয়ন করে রেখে গিয়েছিলো’

ডেস্ক রিপোর্ট

জাতীয় সংসদের হুইপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বিএনপি দুনীতির কথা বলে। তারা দুনীতিতে দেশকে চ্যাম্পিয়ন করে রেখে গিয়েছিলো। তারা টাকা পাচারের কথা বলে গত জাতীয় নির্বাচনের আগে তারা কত টাকা বিদেশে পাচার করেছে। নির্বাচনের সময় তৃণমূল থেকে কত টাকা লন্ডনে পাঠানো হয়েছে।

 ‘এক একটি নির্বাচনী আসনে থেকে জন করে প্রার্থী ছিলো। তাদের প্রত্যেকে লন্ডনে তারেক জিয়াকে টাকা পাঠাতে হয়েছে। টাকা নিয়ে নির্বাচনের আগে তাদের প্রার্থীকে পঙ্গু করে দেওয়া হয়েছিলো। আপনারা কত টাকা বিদেশে পাঠিয়েছেন ওই টাকা ফেরত দেন।’

সোমবার ( ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আহ্বান জানান আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সময় স্পিকার . শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, দীর্ঘ ২৩ বছর অত্যাচার নির্যাতন সহ্য করে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। ২১ বছর ধরে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা হয়নি। টেলিভিশনে বঙ্গবন্ধুর কোনো ছবি দেখানো হয়নি। উচ্চ আদালত যখন জিয়াকে তার শাসনকে অবৈধ ঘোষণা করে তখন আমরা জিয়াকে কীভাবে সম্মান দেখাবো।

স্বপন বলেন, রাষ্ট্রপতি তার ভাষণে সরকারের উন্নয়নের কথা বলেছেন বলে বিএনপির সদস্য হারুনুর রশিদ অভিযোগ করেন। আমরা বলতে চাই সরকারে যদি শেখ হাসিনা থাকেন আর যিদি তিনি ভালো কাজ করেন তাহলে রাষ্ট্রপতি তো সে কথাই বলবেন। সরকারের প্রশংসা করবেন না তো কি করবেন।