খেলাধুলা ৩১ জানুয়ারি, ২০২১ ০৩:৩০

যে কারণে কোচ ল্যাঙ্গারের ওপর আস্থা হারাচ্ছে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ঘরের মাঠে ভারতের কাছে হারের পরেই অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদে কী গ্রহণযোগ্যতা হারাতে শুরু করলেন জাস্টিন ল্যাঙ্গার? অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন কিন্তু সেই কথাই বলছে ভারতের বিরুদ্ধে হারের পরেই অস্ট্রেলিয়ার সাজঘরে ল্যাঙ্গারকে নিয়ে ভারসাম্য বিঘ্নিত হচ্ছে দলের একাংশ ক্রিকেটার নাকি ল্যাঙ্গারের ওপর বিরক্ত তাদের মধ্যে রয়েছেন বেশ কিছু সিনিয়র ক্রিকেটারও

জানা গেছে, ম্যানেজমেন্টের ধরনের পাশাপাশি কোচের মুড সুইংয়ের বিষয়টিওপছন্দ না দলের বহু ক্রিকেটারের কোচের ব্যবহারে অতিষ্ঠ হয়ে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার বায়ো-বাবল ছেড়েও বের হয়ে গিয়েছিলেন বলে খবর সামনে এসেছে কোচ নাকি তিনটি ফর্ম্যাটের দায়িত্ব একসঙ্গে সামলাতে পারছেন না এমনই অভিযোগ দলের একাংশের ক্রিকেটারদের পাশাপাশি দলের বোলারদের বোঝাতে গিয়ে নাকি অহেতুক পরিসংখ্যান তুলে ধরেন কোচ, যা ভীষণভাবে অপছন্দ দলের বোলারদের নিয়ে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্ট চলাকালীন অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের পরিস্থিতিও নাকি অশান্ত হয়ে উঠেছিল

সেই মুহূর্তে কিছু না জানা গেলেও ভারতের বিরুদ্ধে সিরিজ হারের ময়নাতদন্তে নামার পরেই বিষয়গুলো উত্থাপিত হচ্ছে তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও সত্যতা স্বীকার করেননি ল্যাঙ্গার অস্ট্রেলিয়া কোচের কথায়, এটা সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ আমি বোলারদের সঙ্গে কখনও পরিসংখ্যান নিয়ে কথা বলি না আমি বোলারদের মিটিংয়েই উপস্থিত থাকি না ওটা বোলিং কোচের কাজ একইসঙ্গে তার ওয়ার্কলোড নিয়ে বলতে গিয়ে ৫০ বছর বয়সী ল্যাঙ্গার জানান, তার কোনও সমস্যা হচ্ছে না

যুক্তি মোতাবেক ল্যাঙ্গারের মেয়াদ এখনও দেড় বছর বাকি রয়েছে এমন সময় ল্যাঙ্গারের প্রতি সিনিয়র ক্রিকেটারদের এমন অসহযোগী মনোভাবের বিষয়টি সত্যি হলে সেটি দুশ্চিন্তার ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে তবে যেটা জানা যাচ্ছে যে ল্যাঙ্গারকে নিয়ে যে সকল সিনিয়র ক্রিকেটার বিরক্ত তারা নাকি সহকারী অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে কোচ হিসেবে পেতে আগ্রহী তাদের অভিযোগ ল্যাঙ্গারের রণনীতি নাকি তাদের কাছে বোধগম্য হচ্ছে না আবার দলের এক অংশ নাকি ল্যাঙ্গারকে নিয়ে ভালো অভিজ্ঞতাই শেয়ার করেছেন সবমিলিয়ে ল্যাঙ্গারকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্দরমহল ব্যাপক সরগরম