বিনোদন ৩০ জানুয়ারি, ২০২১ ১০:০৩

কমলীবালা পরবে ঢাকাই মসলিন

বিনোদন ডেস্ক

তরুণ নির্মাতা আহমেদ সাব্বির নির্মাণ করতে যাচ্ছেন দেশের দ্বিতীয় থ্রিডি ছবি ‘কমলীবালা দেবী’।

ঐতিহাসিক পটভূমিতে নির্মিতব্য এই ছবিতে উঠে আসছে অষ্টাদশ শতাব্দীর অবিভক্ত বাংলার একটি রাজ পরিবারের গল্প । গল্প আবর্তিত হচ্ছে রানী কমলীবালা দেবী, দময়ন্তী এবং মৃণালিনীকে কেন্দ্র করে । প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।

জানা যায়, গল্পের প্রয়োজনেই অভিনেত্রীরা ক্যামেরার সামনে আসবেন আদি ঢাকাই মসলিন পরে। কিন্তু দুর্লভ এই কাপড় নিয়ে বিপাকে ছিলেন ছবির প্রযোজক, পরিচালকসহ এবং সংশ্লিষ্ট সকলে। অবশেষে এই সমস্যার সমাধান করলো অনলাইন ভিত্তিক দেশীয় ফ্যাশন পোশাক বিপণন প্রতিষ্ঠান নীলারণ্য।

'কমলীবালা দেবী' চলচ্চিত্রের জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করছে ছয়টি ঢাকাই মসলিন শাড়ি। প্রকৃত মসলিন এর আদলেই তৈরী হচ্ছে এ ঢাকাই মসলিন। ব্যয়বহুল হলেও ঢাকাই মসলিন ছাড়া ছবির শুটিং শুরু করবেন না বলে জানিয়েছেন ছবির পরিচালক।

এছাড়া জানা যায়, সিনেমায় অভিনয় করবেন অভিনেত্রী মিথিলা পাল্কার ও তৃশিতা শাহা চৌধুরী।

এদিকে ছবির প্রযোজনায় নীশাত খান শর্মীর স্থলাভিষিক্ত হচ্ছেন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং দরকারি ডট কমের হেড অব মার্কেটিং ইমতিয়াজ নিলয়।

এই থ্রিডি ছবিটিতে চিত্রগ্রাহক হিসেবে থাকছেনন তরুণ চিত্রগ্রাহক ইমরুল হাসান।