বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:১৬

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ৩৪ টিভি চ্যানেলের সম্প্রচার শুরু ১ অক্টোবর

ডেস্ক রিপোর্ট ।। 

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের ৩৪ টিভি চ্যানেলের পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু হবে আগামী ১ অক্টোবর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।

বিসিএসসিএল এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ অক্টোবর দেশের ৩৪ টি টিভি চ্যানেলের সবকটিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর সেবা অনুষ্ঠানিকভাবে চালু করবেন।

তিনি বলেন, সম্প্রতি স্থানীয় চ্যানেলগুলো বিএস-১ এর মাধ্যমে তাদের সম্প্রচার কার্যক্রম সফল ভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে। আরো ১৫ টি টিভি চ্যানেল শিগগির তাদের সঙ্গে যোগ দিবে।

ড. মাহমুদ বলেন, আমরা ইতোমধ্যেই বিএস-১ এর ৪০ শতাংশ সক্ষমতা বিক্রি করে দিয়েছি। আগামী দিনগুলোতে বাকি সক্ষমতা বিক্রি হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।