শিক্ষা ২৮ জানুয়ারি, ২০২১ ০৩:৫৬

খুবির সেই দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট

শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড থেকে ওই দুই শিক্ষার্থীর কাছে সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে

এতে বলা হয়েছে, বোর্ড মনে করে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে আচরণের ব্যাপারে শ্রদ্ধাশীল হবেন এবং প্রাতিষ্ঠানিক বিধি-বিধান মেনে চলবেন

এর আগে, গতকাল বুধবার (২৭ জানুয়ারি) শৃঙ্খলা বোর্ডের অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেয়া হয়

শাস্তি মওকুফ হওয়া শিক্ষার্থীরা হলেন- বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান এবং ইতিহাস সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমামুল ইসলাম

গত ২৬ জানুয়ারি ওই শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩১ ডিসেম্বরে শৃঙ্খলা বোর্ড প্রদত্ত তাদের ওপর আরোপিত বহিষ্কারাদেশ মওকুফ করা হয়েছে

বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি কমানো, আবাসন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবি আদায়ে গত বছর জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেন অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে এই দুই শিক্ষার্থীও অংশ নিয়েছিলেন

সেসময় শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, তদন্ত কমিটিকে সহযোগিতা না করাসহ বিভিন্ন অভিযোগে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড ওই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তারা কর্মসূচি শুরু করেন