খেলাধুলা ২৭ জানুয়ারি, ২০২১ ০৯:৩২

আবারও হাসপাতালে সৌরভ

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার বুকের ব্যথায় হাসপাতালে যেতে হলো তাকে।

আজ বুধবার সকালে তিনি বুকে ব্যথার কথা বললে পরিবারের পক্ষ থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সৌরভের স্বাস্থ্যের ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য জানায়নি।

এর আগে চলতি মাসের ২ জানুয়ারি সকালে জিমনেসিয়ামে গিয়ে ব্যায়াম করার সময় সৌরভ গাঙ্গুলি জানান, তার বুকে ব্যথা করছে। হার্ট অ্যাটাকের কথা বুঝতে পেরে এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রয়োজনীয় পরীক্ষার পর দেখা গেছে, সৌরভের হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লক’ রয়েছে। ফলে শনিবার রাতেই এনজিওপ্লাস্টি করা হয়েছিল, বসানো হয়েছিল একটি স্টেন্ট।

হাসপাতালে ছয়দিন ভর্তি থেকে গত ৭ জানুয়ারি সকালে বাড়ি ফিরে গিয়েছিলেন সৌরভ। ২০ দিনের মাথায় আবারও বুকের ব্যথা ওঠায় ফের হাসপাতালমুখী হতে হলো তাকে।