আইন ও আদালত ২৪ জানুয়ারি, ২০২১ ০৯:২২

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ডেস্ক রিপোর্ট

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য দুই জনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ মেহেদী হাসান চৌধুরী। 

আজ রোববার সলিসিটর রুনা নাহিদ আকতার তথ্য নিশ্চিত করেন

এর আগে ২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার এর মধ্যে ৩১ জনকে নতুন নিয়োগ, ৩২ জনকে পুনরায় নিয়োগ এবং জন সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়

প্রসঙ্গত, ২০২০ সালের ১১ অক্টোবর পদত্যাগ করেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা মমতাজ উদ্দিন ফকির দেবাশীষ ভট্টাচার্যের মতো তারাও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন মূলত সুপ্রিম কোর্টের আপিল হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেল, ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেলরা মামলা পরিচালনার জন্য নিয়োগ পেয়ে থাকেন