রাজনীতি ২৩ জানুয়ারি, ২০২১ ১২:৪৬

জনগণের বৈধ সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা অবৈধ : আ স ম রব

ডেস্ক রিপোর্ট

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করা যায় না। রাষ্ট্রের একমাত্র মালিকানা হচ্ছে জনগণের। সুতরাং জনগণের বৈধ সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা হবে অবৈধ ও অনৈতিক। জনগণের সম্মতি ব্যতিরেকে রাষ্ট্রকে দলের হাতিয়ারে পরিণত করার রাজনীতি প্রজাতন্ত্রের দার্শনিক ভিত্তি বিনষ্ট করে দেয় এবং রাষ্ট্র ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাষ্ট্র এবং জনগণের বিচ্ছিন্নতায় রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। ’

শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রের এ ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে উত্তরণের একমাত্র বিকল্প হচ্ছে জনগণের সম্মতি, সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা। বিগত ৫০ বছরের ব্যর্থতা, অনৈক্য এবং অনৈতিক রাজনীতির বিপরীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে আমাদের অবশ্যই আত্মসমীক্ষাপূর্বক রাজনীতিতে গুণগত পরিবর্তন নিশ্চিত করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামাল, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, কে এম জাবির, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, খান লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মতিয়ার রহমান মতি, আমিন উদ্দিন বিএসসি, সৈয়দা ফাতেমা হেনা, এস এম সামছুল আলম নিক্সন, এম এ ইউসুফ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল মোবারক প্রমুখ।