বিনোদন ২৩ জানুয়ারি, ২০২১ ০৮:১৫

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সংগীত পরিচালক যিনি

বিনোদন ডেস্ক

বাংলাদেশের জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য হচ্ছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিক। ইতোমধ্যে, এই চলচ্চিত্রটির শুটিং দুদিন আগেই ভারতের মুম্বাইতে শুরু হয়েছে। আর, ভারতের কিংবদন্তি সুরকার শান্তনু মৈত্র ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন।

এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না এলেও টিম বঙ্গবন্ধুর একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে সংগীতকার শান্তনু মৈত্রই এই ছবির গানে সুর দেবেন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন।

গত বৃহস্পতিবার যখন মুম্বাইয়ের একটি স্টুডিও তে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের যাত্রা শুরু হয়। সেই ছবিতেও এক কোণায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল শান্তনু মৈত্রকে- যা থেকে এই ছবির সঙ্গে তার সম্পৃক্ততা আছে সেটা স্পষ্ট হয়েছিল।

‘বঙ্গবন্ধু’র পরিচালক তথা বলিউডের বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে আগেও একাধিকবার কাজ করার অভিজ্ঞতা আছে শান্তনু মৈত্রর সাথে। বস্তুত শ্যাম বেনেগালের শেষ দুটি ফিচার ফিল্ম বা কাহিনিচিত্র, ‘ওয়েলকাম টু সজ্জনপুর’ ও ‘ওয়েল ডান আব্বা’ দুটি ছবিতেই সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন শান্তনু।

প্রসঙ্গত, ২০০৫ সালে বিদ্যা বালান ও সাইফ আলি খান অভিনীত ‘পরিণীতা’ ছবির সুরকার হিসেবে শান্তনু মৈত্র যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তা আজও অক্ষুণ্ণ। পরিণীতার পরও বলিউডে থ্রি ইডিয়টস, পিকে, লাগে রাহো মুন্নাভাই, রাজনীতি, মাদ্রাজ ক্যাফে, ববি জাসুস ইত্যাদি ছবিতে তিনি সুরকার হিসেবে কাজ করেছেন এবং উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট গান।

বাংলা চলচ্চিত্রেও শান্তনু মৈত্রর অবদান কম নয়। ‘অন্তহীন’ বা ‘অপরাজিতা তুমি’র মতো একাধিক বাংলা চলচ্চিত্রের জন্য তিনি সুর দিয়েছেন। জি টিভির গানের রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’র বিচারক হিসেবেও তিনি দুই বাংলার ঘরে ঘরে অত্যন্ত সমাদৃত একটি নাম।

শান্তনু মৈত্র প্রবাসী বাঙালি হলেও (জন্ম লখনৌ, বেড়ে ওঠা দিল্লি) তার এই বাঙালি শিকড়, বাংলার সংস্কৃতির সঙ্গে গভীর অত্মীয়তা যে ‘বঙ্গবন্ধু’র সুরকার হিসেবে তার নির্বাচনকে প্রভাবিত করেছে তাতে কোনও সন্দেহ নেই।

ইতোমধ্যে বাংলাদেশ থেকে একঝাঁক শিল্পী-অভিনেতা মুম্বাই এ পাড়ি জমিয়েছেন। জানা গেছে, টানা প্রায় আড়াই মাস মুম্বাইতে ছবিটির শুটিং চলবে। তারপর পুরো ইউনিট ঢাকায় যাওয়ার কথা রয়েছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে মুম্বাইতে ‘বঙ্গবন্ধু’র শুটিং দেখতে বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের ভারতে আসার কথা রয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ যে ‘মুজিববর্ষ’ উদযাপন করছে তা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত হয়েছে। ছবির কাজ এরমধ্যেই শেষ করে সেটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালক শ্যাম বেনেগাল।