বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২২ জানুয়ারি, ২০২১ ০৮:২৮

২০২০ এ শীর্ষে ছিলো যেগুলো

টেক ডেস্ক

গেল বছরটি ছিলো ঘরে বসে থাকার বছর। পুরো পৃথিবী যখন লকডাউনে তখন এক চেটিয়া ব্যবসা করে নিয়েছে বিভিন্ন অ্যাপ কোম্পানিগুলো। এমনই তিন অ্যাপ নিয়েই আজকের আয়োজন। 

সবচেয়ে বেশি আয় টিকটকের

ভারতে নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রে চলমান আইনি লড়াইয়ের মধ্যেও ২০২০ সালের সর্বোচ্চ আয় করা মোবাইল অ্যাপের তকমা জিতেছে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এক বছরে বিশ্বজুড়ে অ্যাপটির লাভ এসেছে ৫৪ কোটি মার্কিন ডলার।

অ্যাপ বিশ্লেষণা প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার তথ্যমতে, এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেটিং অ্যাপ টিন্ডার। এক বছরে অ্যাপটি আয় করেছে ৫১ কোটি ৩০ লাখ ডলার।

সর্বোচ্চ ডাউনলোড হওয়া গেইম ‘অ্যামাং আস

গত বছরে গোটা বিশ্বে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেইম ছিল ‘অ্যামাং আস’। পাবজি মোবাইল এবং রোব্লক্সের মতো গেইমকে ডাউনলোডের হিসেবে পেছনে ফেলে উপরে উঠে এসেছে গেইমটি।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, ২০২০ সালে শুধু যুক্তরাষ্ট্রে চার কোটি দশ লাখ, আর গোটা বিশ্বে ২৬ কোটি ৪০ লাখ বার ডাউনলোড হয়েছে গেইমটি। ডাউনলোডের হিসেবে অ্যামাং আস থেকে পাবজি মোবাইল এবং রোব্লক্স পিছিয়ে পড়লেও, বছরের শীর্ষ দশ গেইমের তালিকায় জায়গা করে নিয়েছে।

অ্যামাং আস ২০১৮ সালে বাজারে এলেও গত বছরে এসে জনপ্রিয় হয়ে উঠে গেইমারদের কাছে। অনলাইন মাল্টিপ্লেয়ার এ গেইমটিতে একত্রে বিভিন্ন কাজ সম্পন্ন করতে হয় ব্যবহারকারীদের এবং নিজেদের মধ্যে থাকা ‘ছদ্মবেশী’ খুঁজে বের করতে হয় গেইম জেতার জন্য।

শীর্ষ আইফোন অ্যাপ

বিগত বছরে আইফোনের শীর্ষ অ্যাপ তালিকায় ফেইসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের আধিপত্য দেখা গেলেও এ বছর করোনাভাইরাস মহামারীতে দেখা গেছে উল্টো চিত্র। চলতি বছরের শীর্ষ স্থান গেছে জুম, টিকটক এবং এনএইচএস কোভিড-১৯-এর মতো অ্যাপের দখলে।

অ্যাপল ফেলো ফিল শিলার বলেছেন, “এ বছর, আগের যে কোনো সময়ের চেয়ে আমাদের সবচেয়ে সৃজনশীল ও সংযুক্তির মূহুর্তগুলো ঘটেছে অ্যাপে। যে ডেভেলপাররা বছরজুড়ে নতুন, উপকারী অ্যাপ অভিজ্ঞতা আনতে কঠোর পরিশ্রম করেছেন, তাদেরকে ধন্যবাদ।”

ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদন বলছে, বিনামূল্যের শীর্ষ আইওএস অ্যাপের মধ্যে বেশ কিছু ভিডিও কনফারেন্সিং অ্যাপ রয়েছে। এই তালিকায় রয়েছে জুম, মিটিংস, হাউসপার্টি এবং মাইক্রোসফট টিমস।

এদিকে শীর্ষ পেইড আইওএস অ্যাপের শীর্ষে রয়েছে ড্রাইভিং থিওরি টেস্ট ৪ ইন ১ এবং অফিশিয়াল ডিভিএসএ থিওরি টেস্ট কিট।