বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৪৩

এবার নেটফ্লিক্সে বিল গেটস

ডেস্ক রিপোর্ট।।

বিল গেটসকে নিয়ে তিন পর্বের প্রামাণ্যচিত্র তৈরি করেছে ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স। অস্কারজয়ী পরিচালক ডেভিস গুগেনহাইমের পরিচালনায় ‘ইনসাইড বিলস ব্রেইন: ডিকোডিং বিল’ গেটস নামের এই প্রামাণ্যচিত্র ২০ সেপ্টেম্বর থেকে ওয়েবসাইটটিতে দেখা যাবে। 

সম্প্রতি ইউটিউবে সিরিজটির ট্রেলার প্রকাশ করা হয়। খোদ বিল গেটসও টুইটারে ট্রেলারটি পোস্ট করে লেখেন, ‘আমার কাজ ও জীবন নিয়ে নেটফ্লিক্সের ডকুসিরিজ তৈরিতে আমি কয়েক বছর ধরে অংশ নিয়েছি এবং ২০ সেপ্টেম্বরে তা মুক্তি পাচ্ছে। আশা করছি, তারা যা তৈরি করেছে, তা আপনাদের ভালো লাগবে।’

ট্রেলারটিতে বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটসও ছিলেন। তাঁকে নিয়ে মেলিন্ডা বলেন, বিল হলো মাল্টিপ্রসেসর। সে হয়তো কোনো বই পড়ছে এবং একই সঙ্গে সম্পূর্ণ ভিন্ন কোনো কিছু তাঁর মাথায় কাজ করে যাচ্ছে।