চাকুরীর খবর ২০ জানুয়ারি, ২০২১ ০৭:০৩

বাংলাদেশ জাতীয় জাদুঘরে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর নিয়ন্ত্রণাধীন আহসান মঞ্জিল জাদুঘর ও জিয়া স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি জাদুঘরে ১৫টি ভিন্ন পদের বিপরীতে মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী কিপার (সংস্কৃত/ পালি/ উদ্ভিদবিদ্যা), সহকারী রসায়নবিদ, সহকারী রেজিস্ট্রেশন অফিসার, ড্রাফটসম্যান, স্টোর সহকারী, উচ্চমান সহকারী, ড্রাইভার, বিক্রয় সহকারী, নিরাপত্তা পরিদর্শক, হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উপ-সহকারী প্রকৌশলী, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার।

পদসংখ্যা: মোট ১৭ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/ স্নাতকোত্তর/ এইচএসসি এসএসসি/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://bnm.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৭ ফেব্রুয়ারি, ২০২১।

সূত্র : ডেইলি স্টার, ১৭ জানুয়ারি, ২০২১।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে: c