বিনোদন ২০ জানুয়ারি, ২০২১ ০৬:৫৭

এবার সরকারি অনুদানের সিনেমায় তারিক আনাম

বিনোদন ডেস্ক

করোনাকালেও অভিনয়ে নিয়মিত তারিক আনাম খান। সম্প্রতি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান। অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবির জন্য এ সম্মাননা পেলেন এই শিল্পী। বর্তমানে এ অভিনেতার হাতে একাধিক নতুন ছবির কাজ রয়েছে।

এদিকে, দীর্ঘ সময় পর এ অভিনেতা সম্প্রতি সরকারি অনুদানে নির্মিতব্য নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ফজলুল কবীর তুহিনের পরিচালনায় এ ছবির নাম ‘গাঙকুমারী’। চলতি মাসেই এটির শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন। এতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম বলেন, অনুদানের ছবি হলেও এর গল্পে বৈচিত্র্য রয়েছে। আমি গ্রামের এক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছি।

সিনেমা নিয়ে তিনি জানান, আমাকে একেবারেই ভিন্ন এক গেটআপে উপস্থাপন করা হবে এতে। সেভাবে আমিও প্রস্তুতি নিচ্ছি। এ ছবি ছাড়াও মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ নামের আরেকটি সরকারি অনুদানের ছবিতে অভিনয়ের কথা চলছে তার।

শিগগিরই এতে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন তিনি। অনুদানের বাইরে ‘গাঙচিল’, ‘মেকআপ’ ও ‘পেয়ারার সুবাস’ নামে তিনটি ছবির কাজ শেষ করেছেন তিনি।