অপরাধ ও দুর্নীতি ১৮ জানুয়ারি, ২০২১ ০৩:৫৫

মানিকগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারণা

ডেস্ক রিপোর্ট

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অভিনব কায়দায় প্রতারণা করেছে দুই যুবককে পুলিশ পরিচয়ে স্বর্ণালঙ্কার নগদ অর্থ লুটের দায়ে দুই যুবককে আটক করেছে পুলিশ

আজ সোমবার বিকেলে মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পারভেজ আহমেদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওই যুবকরা এর আগে রোববার বিকেলে তাদের আটক করা হয়

আটকরা হলেন- মাগুরা সদর উপজেলার বারইখালী গ্রামের সোলাইমান ইসলাম রাজু (৩৫) একই উপজেলার সিরিজদিয়া গ্রামের কামরুল শেখ (৩৫) ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তারা

মামলার তদন্ত কর্মকর্তা সিঙ্গাইর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশের পোশাক পড়ে তিন প্রতারক সিঙ্গাইরের চর আজিমপুর গ্রামে নজরুল ইসলামের বাড়িতে যান সময় তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার নগদ অর্থ লুট করে নিয়ে যান

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর হাবিবুল্লাহ সরকার বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে