চাকুরীর খবর ১২ জানুয়ারি, ২০২১ ১২:২২

‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেবে নগর সলিউশনস

ডেস্ক রিপোর্ট

তথ্য- প্রযুক্তি খাতে স্বনামধন্য প্রতিষ্ঠান নগর সলিউশনস লিমিটেড প্রতিষ্ঠানটি জন সফটওয়্যার প্রকৌশলী নিয়োগ দেবে

আগ্রহী প্রার্থীদের নিচে উল্লেখ করা পদের নাম এবং অন্যান্য তথ্য অনুসারে চাকরির আবেদনপত্র সিভিসহ -মেইলে পাঠানোর জন্য আহ্বান জানানো হচ্ছে পাঠানো আবেদন থেকে বাছাই করে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করবে নগর সলিউশনস লিমিটেড কর্তৃপক্ষ সাক্ষাৎকারের পর নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে আবেদন করতে এখনই নিম্নোল্লিখিত -মেইল ঠিকানায় আপনার সিভি -মেইল করতে পারেন ২০ জানুয়ারি ২০২১-এর মধ্যে

laravel এবং vue.js- দক্ষতা থাকতে হবে PHP7 এর OOP বৈশিষ্ট্য এবং Laravel Framework, Payment gateway integration এবং API Integration-এর অভিজ্ঞতা থাকতে হবে Git অথবা Version control-এর জ্ঞান থাকতে হবে ওয়েব অ্যাপ্লিকেশনস এর কমপ্লিট টেস্টিং সম্পর্কে জ্ঞান Ajax, Angular Js, JSON সম্পর্কেও প্রার্থীর দক্ষতা থাকতে হবে

আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সমমান ডিগ্রী থাকতে হবে বয়সসীমা ২১ থেকে ৩৫ বছর পুরুষ নারী উভয়েই আবেদন করতে পারবেন laravel এবং vue.js অভিজ্ঞরা প্রাধান্য পাবেন নতুন নতুন টেকনোলজি শেখার আগ্রহ থাকতে হবে গ্রাহকের প্রয়োজনীয়তা বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে সিভি পাঠানোর বিস্তারিত: career@nogorsolutions.com