অপরাধ ও দুর্নীতি ৯ জানুয়ারি, ২০২১ ১০:৩৬

কামরাঙ্গীরচরে শিশু হত্যা, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় এক শিশুকে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃত সকলেই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না। এ সময় তাদের কাছ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

আজ রোববার ভোর ৫টায় কামরাঙ্গীরচর থানার ইব্রাহিমনগর বালুর মাঠ এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা আনোয়ার জানান, ভিকটিম লালগুদাম তারা মসজিদ সংলগ্ন ফজলুল হকের কার্টুনের কারখানায় শ্রমিকের কাজ করত। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় কামরাঙ্গীরচর থানার করিমাবাদ সরকার বাড়ী এলাকায় গ্রেফতারকৃতদের সাথে ভিকটিমের গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা  হয়। বাকবিতণ্ডা শেষে ভিকটিম ইব্রাহিমনগর বালুর মাঠ বরিশাইল্যা গলিতে গেলে গ্রেফতারকৃতরা পুনরায় ভিকটিমের সাথে বাকবিতণ্ডা শুরু করে। বাকবিতণ্ডার এক পর্যায়ে গ্রেফতারকৃতরা ভিকটিমকে মারপিট ও ছুরিকাঘাত করে। এতে ভিকটিম গুরুতর জখম প্রাপ্ত হয়।  জনৈক ভ্যান চালক ভিকটিমকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়। এ সংক্রান্তে ভিকটিমের নানার অভিযোগের প্রেক্ষিতে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়।

আজ রোববার গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।