শিক্ষা ৪ জানুয়ারি, ২০২১ ০৭:০৫

আজ এশিয়ান ইউনিভার্সিটি’র রজতজয়ন্তী

ডেস্ক রিপোর্ট

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষায় নব দিগন্ত সৃষ্টি করার দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯৯৬ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক ও লেখক এমিরেটাস প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা করেন।

কম খরচে উচ্চ শিক্ষা, গ্রামীণ জনগোষ্ঠীসহ দেশের আপামর জন সাধারণকে শিক্ষিত করে তোলা ও শিক্ষাকে চার দেয়ালের মধ্যে আবদ্ধ না রেখে সর্বত্র ছড়িয়ে দেবার লক্ষ্যে নিয়ে দুইটি অনুষদ ও ৩টি বিভাগ নিয়ে শুরু হয় এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৪ জানুয়ারি ২০২১ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে গৌরবোজ্জ্বল রজত জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রজত জয়ন্তী উদ্বোধন, জাতীয় আন্তর্জাতিক সেমিনার, অ্যালামনাই মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, ম্যাথ অলিম্পিয়াডসহ নানা আয়োজন।

বর্তমানে ৫টি অনুষদ ও ১৩টি বিভাগ নিয়ে অত্যন্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষক মন্ডলী দ্বারা মানব সম্পদ উন্নয়ন ও আধুনিক শিক্ষার সাথে মূল্যবোধের সমন্বয়ে মান সম্মত উচ্চ শিক্ষা প্রদান করছে। দেশী শিক্ষার্থীর পাশাপাশি ইউরোপ, আফ্রিকা মহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করছে।

রজতজয়ন্তীর এ মাহেন্দ্রক্ষণে এই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট, অভিভাবক, শিক্ষার্থীসহ দেশের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।