রাজনীতি ১ জানুয়ারি, ২০২১ ১০:০৫

আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিতে দেলোয়ার হোসেন ফারুক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য পদে ফের নির্বাচিত হয়েছেন দুঃসময়ের সাবেক ছাত্রলীগ নেতা ও তথ্য প্রযুক্তি উদ্যোক্তা দেলোয়ার হোসেন ফারুক এর আগেও তিনি এই উপ-কমিটির সদস্য ছিলেন

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ৭১ সদস্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

দেলোয়ার হোসেন ফারুক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক (২০০৬-২০১১) ছিলেন এখন বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হিসাবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পরিচালক ছিলেন এবং বর্তমানে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন

ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনসহ ঢাকা কলেজ থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রী ও রয়েল ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রী অর্জন করেন আইসিটি শিল্পে ফারুকের ১৪ বছরের অভিজ্ঞতা আছে

তার প্রতিষ্ঠিত কোম্পানি রেডিসন ডিজিটাল টেকনোলজিস্ লিমিটেড সফটওয়্যার উন্নয়নের কাজের সাথে জড়িত রেডিসন আইটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি পরামর্শক ও সফটওয়্যার প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান

চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশকে নেতৃত্ব দানকারী এই প্রতিষ্ঠানে রয়েছে এন.এল.পি, মেশিন লার্নিং, ব্লকচেইন, ডেটা সায়েন্স ও আই.ও.টি প্রযুক্তি প্রদানকারী বিশেষজ্ঞ টিম সেই সাথে ওয়েবসাইট ডিজাইন এবং উন্নয়ন, ওয়েব ভিত্তিক প্রতিষ্ঠান উৎস পরিকল্পনা (ইআরপি), সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), হাসপাতাল ব্যবস্থাপনা সফটওয়্যার, স্কুল ব্যবস্থাপনা সফটওয়্যার, বিজনেস ইন্টিলিজেন্স এবং বিভিন্ন প্রকার কার্যক্রমের সঙ্গে যুক্ত