অপরাধ ও দুর্নীতি ১ জানুয়ারি, ২০২১ ০৩:১২

ভাইয়ের হাতে প্রাণ হারাল বড় ভাই

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ কালামৃধা গ্রামে চাচাতো ভাই সুজনের ঘুষিতে বড় ভাই লাল মিয়ার (৫৫) মৃত্যু হয়েছে। এ সময় আরও চারজন আহত হয়েছেন। কাঠ রাখাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত লালমিয়া হাওলাদারের ভাড়াটিয়া এসহাক মোল্লা তার ঘরের পেছনে কাঠ জমা করে রাখেন। চাচাতো ছোট ভাই সুজনের দোকান পাশাপাশি থাকায় তাদের যাতায়াতে অসুবিধা হয়। এ নিয়ে সকালে ভাড়াটিয়াকে গালাগালি করে সুজন হাওলাদার। পরে ভাড়াটিয়া ইসাহাক মালিক লাল মিয়ার কাছে নালিশ করেন। লাল মিয়া বিষয়টি সন্ধ্যায় সমাধান করতে আসেন সুজনের কাছে। তখন উভয়ের মাঝে কথা কাটাকাটির মধ্যে হাতাহাতির পর উভয়ের লোকজন এসে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় সুজনের ঘুষিতে লাল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আরও চারজন আহত হন। তাদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, চাচাতো ভাইদের মাঝে কাঠ রাখা নিয়ে মারামারি হয়। এতে চারজন আহত হন। তবে নিহত লাল মিয়ার শরীরে কাটাছেঁড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং মামলার প্রস্তুতি চলছে।