খেলাধুলা ৩১ ডিসেম্বর, ২০২০ ০৪:১৬

করোনার কারণে স্থগিত টটেনহ্যাম-ফুলহ্যাম ম্যাচ

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের আরও একটি ম্যাচ স্থগিত হলো। বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় টটেনহ্যামের মাঠে ফুলহ্যামের খেলা ছিল। কিন্তু কিক অফের ৩ ঘণ্টা আগে ম্যাচটি স্থগিত হওয়ার খবর আসে।

ক্লাবে করোনার হানায় ফুলহ্যাম ম্যাচটি স্থগিত করার অনুরোধ করেছিল।এর আগে গত সোমবার কিক অফের ৪ ঘণ্টা আগে স্থগিত হয়ে যায় ম্যানচেস্টার সিটি ও এভারটনের মধ্যকার ম্যাচ।

মঙ্গলবার প্রিমিয়ার লিগের খেলোয়াড়-স্টাফদের কোভিড-১৯ টেস্টের সবশেষ রাউন্ডের ফল জানা যায়। রেকর্ড ১৮ জন খেলোয়াড় ও কোচিং স্টাফের পজিটিভ হওয়ার খবর আসে।

বিবৃতিতে লিগের পক্ষ থেকে বলা হয়, ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ১৪৭৯ জন খেলোয়াড় ও ক্লাব স্টাফের কোভিড-১৯ পরীক্ষায় ১৮জনের দেহে ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। আগামী ১০ দিনের জন্য তাদের সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

কোনো সন্দেহ নেই যে, এই আক্রান্তদের তালিকায় ফুলহ্যামের খেলোয়াড় বা স্টাফ রয়েছেন।

টটেনহ্যাম এক বিবৃতিতে জানায়, ‘প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আমাদের বুধবার বিকেলে সিদ্ধান্ত জানিয়েছে। ফুলহ্যাম তাদের খেলোয়াড় ও স্টাফদের কয়েকজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় ম্যাচটি স্থগিতের অনুরোধ করেছিল।’

ফুলহ্যামের সবার নিরাপত্তা ও যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য টটেনহ্যামের সবাই শুভকামনা জানাচ্ছে।’