বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১৮ ডিসেম্বর, ২০২০ ০৯:২৫

এ বছরের টুইটারে ট্রেন্ডিং এ যে ট্যাগ

টেক ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যতিক্রম কোনোকিছু দিলেই রাতারাতি তা ভাইরাল হয়ে যায় প্রতিবছরই ট্রেন্ডিং থাকে কিছু হ্যাশট্যাগ তারই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ট্রন্ডিং ছিল বেশ কিছু ট্যাগ

২০২০ সালে যার মধ্যে সবচেয়ে ব্যবহৃত হ্যাশট্যাগ ওয়ার মাস্ক কে (#WearAMask) টুইট টি ট্রন্ডিং হিসেবে ঘোষণা করেছে টুইটার এখনও সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে কোভিড-১৯ প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজারও প্রাণ হাসপাতালের বিছানায় কিংবা আইসিইউতে করোনার সঙ্গে লড়ছেন কোটি মানুষ এমন পরিস্থিতিতে একে অপরের মাঝে সচেতনতা সৃষ্টির ব্রত নিয়ে মাস্ক পরার ক্যাম্পেইনটি শুরু করে আমেরিকান হাসপাতাল অ্যাসোসিয়েশন

চলতি বছরে টুইটার ব্যবহার করে নির্ভরযোগ্য তথ্য চেয়েছে ব্যবহারকারীরা, বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ স্থাপন এমনকি সঠিক সময়ে যা ঘটছে তার অনুসরণে আধিপত্য বিস্তার করে #কভিড১৯ সংক্রান্ত পরিষেবা বা বিভিন্ন মন্তব্য, ভাইরাস টিকা সম্পর্কিত আলোচনা উঠে আসে টুইটের মাধ্যমে সম্পর্কিত টুইটের মধ্য থেকে আলোচিত হয়ে ওঠে হ্যাশট্যাগ ওয়ার মাস্ক #Covid19 হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটগুলোর মধ কৃতজ্ঞতা ছিল বেশি

উল্লেখ্য, ২০১৯ সালে প্রানী হত্যা বন্ধে আর নিরামিশ ভোজি হতে উদ্বুদ্ধ করতে #VEGAN শব্দটি ট্রেন্ডিয়ে আসে। যা কোটি মানুষ হ্যাশট্যাগ হিসেবে পুরো বিশ্বে ব্যবহৃত হয়েছে। এছাড়া ২০১৮ সাল টুইটারে ট্রেন্ডিয়ে আসে #InMyFeelingsChallenge যার মধ্য দিয়ে আইস বাকেট চ্যালেঞ্চের প্রচলন শুরু হয়