বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১৭ ডিসেম্বর, ২০২০ ০৯:৪০

টুইটারে থাকছে না পেরিস্কোপ সেবা

টেক ডেস্ক

‘পেরিস্কোপ’ সেবা চালু করার ৫ বছর পর তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিল টুইটার। আগামী বছরের শুরুতে বন্ধ হয়ে যাবে লাইভ ভিডিও স্ট্রিমিং অ্যাপটির সেবা।

গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে টুইটার লিখে- “আমরা মার্চ ২০২১ থেকে পেরিস্কোপকে পৃথক মোবাইল অ্যাপ হিসেবে না রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।”

তাঁরা আরো লিখে, “সত্যি কথা হলো পেরিস্কোপ অ্যাপ এখন অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং এরকম আগে থেকেই চলছে। আমরা গত কয়েক বছরে ব্যবহার কমতে দেখেছি এবং বুঝতে পারছি অ্যাপ সমর্থনের খরচ সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে।”

অ্যাপের অধিকাংশ লাইভ স্ট্রিম সক্ষমতা টুইটারে ফিচার হিসেবে জুড়ে দেওয়া হয়েছে, এবং যে স্ট্রিমগুলো টু্ইটারে শেয়ার হয়েছে তা পুনরায় দেখা সম্ভব হবে। ব্যবহারকারীরা চাইলে আগামী মার্চে পেরিস্কোপ বন্ধ হয়ে যাওয়ার আগে নিজেদের ডেটা এবং কনটেন্টের আর্কাইভ ডাউনলোড করতে পারবেন।

পেরিস্কোপ উন্মোচিত হয়েছিল ২০১৫ সালে। খুব দ্রুত সেবাটি লাইভ আয়োজন শেয়ার করা এবং দেখার জন্য জনপ্রিয় হয়ে উঠেছিল। পরে ব্যাপক চাহিদা দেখে ফেইসবুক ও ইনস্টাগ্রামও নিজ নিজ সেবায় লাইভ স্ট্রিমিং সেবা নিয়ে এসেছিল।