শিক্ষা ১৭ ডিসেম্বর, ২০২০ ০৮:৩৩

শুরু হলো ২য় আন্তর্জাতিক আইন উৎসব

নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হলো দিন ব্যাপি ২য় আন্তর্জাতিক আইন উৎসব। করোনা মহামারীর প্রেক্ষিতে সম্পূর্ণ উৎসবটি এবার অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।

আইনের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংগঠন দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ' স্টুডেন্টস' (নিলস) বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ইভেন্ট সহায়তায় তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে।

তিনদিন ব্যাপী এই উৎসবের আকর্ষণ হিসেবে থাকছে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ক ম্যুট কোর্ট প্রতিযোগিতা যেখানে নেপাল বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ টি দল অংশ নেবে।

উৎসবের অংশ হিসেবে থাকছে লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং ধর্ষণের শিকার ব্যক্তিদের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণ' বিষয়ক একটি পোস্টার উপস্থাপনা প্রতিযোগীতা যেটিতে থাইল্যান্ড, ভারত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৫০ জনের বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে।

এছাড়াও উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ২৭৫ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে 'গণহত্যার বিচার নিশ্চিতকরণ' বিষয়ক একটি আন্তর্জাতিক ওয়েবিনার যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া থেকে বিশেষজ্ঞরা যুক্ত হবেন।

জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের মানবিক আইন বিষয়ের আইনজ্ঞ, গবেষক এবং শিক্ষার্থীরা উক্ত উৎসবে অংশ নিবেন।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সম্মানিত বিচারপতি মোহাম্মদ ইমান আলী এবং সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে মহিমান্বিত করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নায়মা হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা যাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং সেন্টার ফর  দা স্টাডি অফ জেনোসাইড এন্ড জাস্টিসের পরিচালক জনাব মফিদুল হক।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত আন্তর্জাতিক আইন উৎসবের এবারের পর্বের পর্দা নামবে।