আন্তর্জাতিক রিপোর্ট।।
ফিলিস্তিনি এক তরুণ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও বন্ধুর সোশাল মিডিয়া পোস্টের অজুহাতে তার মার্কিন ভিসা বাতিল হয়েছে। গত শুক্রবার বোস্টন বিমানবন্দরে হাজির হওয়ার পর তাকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তারা তার স্টুডেন্ট ভিসা বাতিল করেন।
ওই তরুণের নাম ইসমাইল আজওয়াই। তিনি লেবানন থেকে এসেছেন। ১৭ বছর বয়সী এই তরুণ বলেন, তার ফোন এবং ল্যাপটপ তল্লাশি করার পর মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তারা তার স্টুডেন্ট ভিসা বাতিল করেন।
বন্ধুর সোশাল মিডিয়া পোস্টের জন্য তাকে দায়ী করা যেতে পারে না, এই যুক্তি দেয়ার পরও কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া যায় না।
মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন বিভাগের মুখপাত্র মাইকেল ম্যাকার্থি বলছেন, সিবিপি তল্লাশিতে যেসব প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ইসমাইল আজওয়াই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়েছিলেন। কিন্তু এই ঘটনার পর তাকে আবারো লেবাননে ফিরে আসতে হয়।
এ বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলছে, সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় এবং ওই ছাত্রের পরিবার একযোগে কাজ করছে।
গত বছর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে যে, নতুন এক নিয়ম অনুযায়ী মার্কিন ভিসা প্রত্যাশী প্রায় সব আবেদনকারীকে তাদের সোশাল মিডিয়ার বিস্তারিত জানাতে হবে।