কৃষি ২৮ নভেম্বর, ২০২০ ১০:২৩

লোকসানের মুখে টমেটো চাষিরা

ডেস্ক রিপোর্ট

অতিবৃষ্টিতে চারা নষ্ট এবং বিভিন্ন রোগে টমেটোর গাছ নষ্ট হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কুমিল্লার চান্দিনার কৃষকেরা। একাধিকবার চারা রোপণ করে ভারসাম্য করার চেষ্টা করলেও ফল পায়নি তাঁরা।

সঠিক পরামর্শ ও কৃষি অফিসের সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে কৃষকদের মাঝে। বাধ্য হয়ে নিজে নিজে অথবা কীটনাশক বিক্রেতাদের কথার ওপর নির্ভর করে রোগবালাই প্রতিরোধের চেষ্টা করেন তারা।

রুহুল আমীন, নজরুল ইসলাম ও আলাউদ্দিন, আব্দুল জলিল, মনির হোসেন, আব্দুল খালেক, রেজিয়া বেগম, খন্দকার জমিরসহ অনেক কৃষক অভিযোগ করে বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা তাঁদের ও ফসলের কোনো খোঁজ খবর নিচ্ছেন না।

এদিকে, অভিযোগ অস্বীকার করে চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ আফরিনা আক্তার জানান, উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। তাঁরা সবার কাছে যেতে পারেন না। আবার গেলেও কৃষকেরা নেতিবাচক কথা বলেন।