স্বাস্থ্য সেবা ২২ নভেম্বর, ২০২০ ০১:০৯

আগামী সপ্তাহে চালু হতে পারে অ্যান্টিজেন টেস্ট

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, ‘আশা করছি, করোনা অ্যান্টিজেন টেস্ট আগামী সপ্তাহে চালু করতে পারব। দুই মাস আগে সরকার অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিলেও ক্রয়সংক্রান্ত প্রক্রিয়ার কারণে এখনো তা চালু করতে পারিনি।’

শনিবার ম্যালেরিয়া বিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, ‘দেশে করোনায় যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই আগে থেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। আমরা গত সপ্তাহে ৩৯ জনের মৃত্যু তথ্য পর্যালোচনা করে দেখেছি, তাদের মধ্যে ২৯ জনই (প্রায় ৭৫ শতাংশ) আগে থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিল।’