আইন ও আদালত ২২ নভেম্বর, ২০২০ ০৭:০১

অর্থ পাচারকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচারকারী সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, ব্যাংকার ও রাজনীতিবিদদের নাম-পরিচয়সহ বিভিন্ন তথ্য চেয়েছেন হাইকোর্ট আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে অর্থ সচিব, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যানকে এসব তথ্য দাখিল করতে বলা হয়েছে

আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান

স্বতপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছে হাইকোর্ট ১৯ নভেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে কানাডায় বেগম পাড়ায় যারা অর্থপাচার করেছে তাদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা কর্মচারী শীর্ষক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছাপা হয় সেসব প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট স্বতপ্রণোদিত হয়ে আদেশ দেন