বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২০ নভেম্বর, ২০২০ ০৮:১৮

৪ মাস ধরে বিক্রির শীর্ষে আইফোন ১১

টেক ডেস্ক

যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির দিক থেকে গত ৪ মাস ধরে শীর্ষ অবস্থান ধরে রেখেছে অ্যাপলের আইফোন ১১। ২০১৯ সালে অ্যাপলের সবচেয়ে কমদামি স্মার্টফোনটির দাম ৬৯৯ মার্কিন ডলার। প্রতিবেদন কাউন্টার পয়েন্ট রিসার্চের।

বিক্রির দিক থেকে আইফোন ১১ এর পরেই অবস্থান আইফোন ১১ প্রো ম্যাক্স এবং আইফোন এসই বলে জানান কাউন্টার পয়েন্টের সিনিয়র অ্যানালিস্ট হানিশ ভাটিয়া।

প্রত্যাশিত সময়ের চেয়ে পরে আইফোন ১২ সিরিজ বাজারে আসার পরেও স্মার্টফোন বাজারে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে পেরেছ অ্যাপল। এর আগে স্মার্টফোনের বাজারে মোট আইফোনের শেয়ার ৩৯ শতাংশে নেমে এলেও আইফোন ১১ সিরিজ এবং এসই ২০২০ সিরিজের মাধ্যমে বিক্রির শীর্ষেই রয়েছে অ্যাপল।

যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারে একলাফে বহুদূর এগিয়েছে স্যামসাং। গ্যালাক্সি নোট ২০-সহ এই সিরিজ অন্যান্য স্মার্টফোনের তুলনায় বহুগুণ বেশি বিক্রি হয়েছে। যার ফলে চলতি বছরের সেপ্টেম্বরের শেষদিকে বাজারে আসা গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশনে তুলনামূলক কম দামে (৬৯৯ ডলার) বেশি ব্যাটারি এবং ১২ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে ছিল।