মুক্তিযুদ্ধ ১৬ নভেম্বর, ২০২০ ০৩:৪৯

সেই হুজুরের গ্রেপ্তারের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হককে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মুক্তিযুদ্ধ মঞ্চের এই সমাবেশ থেকে ধর্মভিত্তিক দল নিষিদ্ধসহ আরও পাঁচটি দাবিও জানানো হয়।

খেলাফত নেতা মামনুল সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্যে ঢাকার ধোলাইরপাড়ে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের বিরোধিতার পাশাপাশি সব ভাস্কর্য অপসারণের দাবি জানান।

বিভিন্ন দল ও সংগঠন তার এই দাবিকে ‍ধৃষ্টতাপূর্ণ বললেও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ খেলাফত নেতার কথাতে ‘গুরুত্ব’ দেওয়ার মতো কিছু দেখছেন না জানিয়ে বলেছেন, জনগণই এর জবাব দেবে।

মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ থেকে মামুনুলকে ‘ধর্ম ব্যবসায়ী’ আখ্যায়িত করে বিভিন্ন ধর্মীয় সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক গুজব ছড়ানো ও অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সমাবেশে সংহতি জানিয়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, “বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীরা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। সংবিধান লঙ্ঘন করে জাতির পিতাকে অবমাননা করা হয়েছে। এদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

ভাস্কর রাশা বলেন, “সৌদি আরব, ইরানসহ বিশ্বের সব মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। জাতির পিতার ভাস্কর্য অপসারণের দাবি যারা তুলেছে, সেই মৌলবাদীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ না নিলে আমরা দেশ ও জাতির ‘সমূহ বিপর্যয়ের’ আশঙ্কা প্রকাশ করছি।”

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে ধর্ম ব্যবসায়ী মামুনুল হককে গ্রেপ্তার না করলে সমগ্র দেশে মুক্তিযুদ্ধ মঞ্চ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।”