অর্থ ও বাণিজ্য ১৩ নভেম্বর, ২০২০ ১২:২৫

বেড়েছে মাছের সরবরাহ, কমেছে দাম

নিজস্ব প্রতিবেদক

মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে চট্টগ্রামের ফিশারিঘাটে মাছের সরবরাহ বেড়েছে। সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ায় ২০ থেকে ৩০ টাকা  কমে বিক্রি হচ্ছে। ইলিশের সরবরাহ কম থাকায় দাম বাড়িয়ে বিক্রি করছে বিক্রেতারা।

চট্টগ্রামের সর্ববৃহৎ মাছের বাজার ফিশারিঘাট। সাগরে মাছ ধারার নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় বাজারে মাছের সরবরাহ বেড়েছে। আর সাগর থেকে মাছ বাজারে আসায় বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। আর তাই কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে সকল ধরনের সামুদ্রিক মাছ।

সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ার প্রভাব পড়েছে দেশি মাছের বাজারেও। কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে সকল ধরনের দেশি মাছ।

শীত আসলেই কমে যায় ইলিশের সরবরাহ। আর যা আছে সেগুলোও বিক্রি হচ্ছে বেশি দামে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সাগর থেকে মাছ ধরে আরও জেলেরা ফিরে আসরে মাছের দাম আরও কমবে বলে মনে করেন বিক্রেতারা।