শিল্প ও সাহিত্য ১২ নভেম্বর, ২০২০ ১০:৪৩

হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন কাল

নিজস্ব প্রতিবেদক

কাল বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক নির্মাতা হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ৷ তার ডাক নাম ছিল কাজল৷ বাবার রাখা প্রথম নাম শামসুর রহমান হলেও পরে তার বাবা ছেলের নাম বদলে রাখেন হুমায়ূন আহমেদ৷

১৯৭২ সালে প্রকাশিত হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকেপাঠকমহলে এতটাই নন্দিত হয়েছিল যে এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে৷ ২০১২ সালের ১৯ জুলাই মারণব্যাধি ক্যান্সারের কাছে হার মানার আগে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক- প্রতিটি ক্ষেত্রেই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি৷

১৯৮০-১৯৯০ এর দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য ধারাবাহিক এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা শুরু করেন তিনি৷ ১৯৮৩ সালে তার প্রথম টিভি কাহিনীচিত্রপ্রথম প্রহরবাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হলে বেশ জনপ্রিয়তা পায়৷ তার সৃষ্টহিমু’, ‘মিসির আলী’, ‘শুভ্রচরিত্র তরুণ-তরুণী থেকে শুরু করে সববয়সী পাঠকের কাছে হয়ে উঠে অনুকরণীয় এছাড়া দেশে এমন মানুষের সংখ্যা হাতেগোনা, যারা তার নাটক দেখেননি

নব্বই দশকের মাঝামাঝি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে লেখালেখিতে পুরো মনোযোগ দেন হুমায়ূন আহমেদ৷

লেখকের জন্মদিনের আয়োজন: হুমায়ূন আহমেদের জন্মদিনে তার বিখ্যাত ছোটগল্পবোতল ভূতঅবলম্বনে নির্মিত বিশেষ শিশুতোষ টেলিছবি প্রচার হবে টেলিভিশনের পর্দায় এটি নির্মাণ করেছেন হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওনটেলিছবিবোতল ভূতদুরন্ত টিভিতে প্রচারিত হবে শুক্রবার দুপুর ৩টায় এর আগে একই টেলিভিশনে পর্বের ধারাবাহিক হিসেবে এটি প্রচারিত হয়েছিল

ব
এছাড়া লেখকের জন্মদিন উপলক্ষ্যে তার বহুল পঠিতমিসির আলীর অমীমাংসিত রহস্যউপন্যাসটি পাঠ করেছেন দর্শকনন্দিত অভিনেত্রী জাকিয়া বারী মম

ম

সম্প্রতি বাংলাঢোল স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নেন তিনিব্যতিক্রমী এই আয়োজন করেছে ইবুক-অডিওবুক সেবার অ্যাপবইঘরজন্মবার্ষিকীতে হুমায়ূন স্মরণশীর্ষক এই আয়োজনে থাকছেন মম