নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পাঁচটি স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে মতিঝিল,পল্টনের বিজয়নগর মোড়,নয়াবাজার, প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগ এলাকায় দুটি বাসে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে নয়া পল্টনের বিএনপি'র কার্যালয়ের সামনে থেকে একটি ছোট মিছিল বের হয়। মিছিলে থাকা লোকদের কয়েকজনের পেছনে কালো ব্যাগ ছিল। তারা জিয়া-খালেদার নামে স্লোগানও দিচ্ছিল। এতে কেউ কেউ ধারণা করছেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিকভাবেই গাড়ি ৫টিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
ওসি বলেন, গুলিস্তান রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়ির পিছনদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। বাসটি যাত্রী বোঝাই ছিল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, প্রেসক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসেও আগুনের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।