বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১১ নভেম্বর, ২০২০ ১২:০৫

১৪ হাজার টাকায় পাওয়া যাবে ‘অপো এ৩৩’

টেক ডেস্ক

বাংলাদেশের বাজারে অপো এ৩৩ মডেলের ফোন আনছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। ১৩ হাজার ৯৯০ টাকার এ ফোনে আছে ৯০ হার্টজের পাঞ্চ-হোল ডিসপ্লে, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং, পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি আছে এআই ট্রিপল ক্যামেরা।

৬.৫-ইঞ্চির বিশাল ডিসপ্লে ও ১.৮ গিগাহার্টজসহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১১ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৪৬০ চিপসেট। সাথে আছে ৩ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং অক্টা-কোর প্রসেসর।

৩২ গিগাবাইটের ইউএফএস ২.১ রম প্রযুক্তির ফোনটিতে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ছবির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের (এফ/২.২) মূল ক্যামেরার সঙ্গে আছে একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি ডেপথ সেন্সর। চমৎকার সব সেলফি তুলতে এতে আছে ৮ মেগাপিক্সেলের (এফ/২.২) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহারের সুবিধা প্রদানে এ৩৩-তে আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। এই ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। মিন্ট ক্রিম ও মুনলাইট ব্ল্যাক, এই দুটি রঙে অপো এ৩৩।