উন্নয়ন সংবাদ ১১ নভেম্বর, ২০২০ ০৮:৫৬

বেগুনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক

ভালো দাম ও ফলন বেশি হওয়ায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মুখে হাসি ফুটেছে বেগুন চাষিদের। এ বছর ফলন ভালো হওয়ায় নতুন স্বপ্ন বুনছেন কৃষকেরা।

উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেগুন চাষে অনেক কৃষকের ভাগ্য বদল হয়েছে। শুরু থেকেই উৎপাদিত বেগুনের দাম বাজারে ভালো পাচ্ছেন চাষিরা। ভোর থেকেই সবজির ক্ষেত পরিচর্যায় ব্যস্ত থাকেন কৃষকরা। সবজির পরিচর্যা থেকে শুরু করে পোকা দমনে ব্যস্ত সময় পার করছেন তারা।

কৃষকরা জানান, শীতকালীন অন্য সবজির পাশাপাশি তারা এবার বেশির ভাগ জমিতে বেগুন চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। দামও ভাল পাচ্ছেন। এ ছাড়া সবজি চাষে ব্যয় অন্য ফসলের তুলনায় অনেক কম। পাইকারি বাজারে প্রতিকেজি ৫৫-৬০ টাকায় বিক্রি করেছেন। আর খুচরা বাজারে প্রতিকেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এতে বেগুন চাষিরা এবার ভালো লাভবান হবেন।

নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু জানান, এই উপজেলায় কৃষকরা ৪০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন। এর মধ্যে বেগুন ৭০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। একদিকে উৎপাদন খরচ কম অন্যদিকে ভালো বাজারমূল্য কৃষকদের বেগুন চাষে উৎসাহিত করে তুলছে। বেগুন ও মরিচ চাষিরা ভালো লাভবান হচ্ছেন।