আইন ও আদালত ৮ নভেম্বর, ২০২০ ০৩:২৬

অভিজিৎ হত্যায় সাক্ষ্য দিলেন তিন জন

নিজস্ব প্রতিবেদক

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় তিন জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সাক্ষীরা হলেন- ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব, সাদবীর ইয়াছির আহসান চৌধুরী ও পুলিশ সদস্য পলাশ চন্দ্র হাওলাদার।

আজ রোববার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে এ সাক্ষ্য গ্রহণ হয়। বিচারক তাঁদের সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ১৮ নভেম্বর পরবর্তী সময়ে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এখন পর্যন্ত এ মামলায় অভিযোগপত্রের ৩৪ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় অভিজিতের স্ত্রী বন্যাও গুরুতর আহত হন। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করেন।

হত্যাকাণ্ডের তদন্তে পুলিশকে সহায়তা করতে ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করে পুলিশ।