বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৭ নভেম্বর, ২০২০ ০৯:২১

'রহস্যজনক' সিগন্যাল আসছে মহাকাশ থেকে

টেক ডেস্ক

মহাকাশ থেকে আসা রহস্যজনক রেডিও সিগন্যাল উত্তর আমেরিকায় দুটি স্পেস টেলিস্কোপের সাহায্যে শনাক্ত করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, চলতি বছরের ২৮ এপ্রিল এই সিগন্যাল শনাক্ত করতে সক্ষম হই আমরা। আমাদের গ্যালাক্সির অন্য প্রান্তের একটি ম্যাগনেটার থেকে ভেসে আসছে রহস্যময় এই সিগন্যাল।

সম্প্রতি তিনটি গবেষণাপত্র ব্রিটিশ বিজ্ঞানবিষয়ক সাপ্তাহিক নেচার জার্নালে এ বিষয় প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রের সহ-লেখক এবং কানাডার ম্যাকগিল ইউনির্ভাসিটির পদার্থ বিভাগের জ্যেষ্ঠ পিএইচডি গবেষক প্রাজ্ঞ চাওলা। তিনি বলেছেন, ‘আমরা গবেষণা করে দেখেছি, অন্য গ্যালাক্সি থেকে যে উচ্চ-ক্ষমতাসম্পন্ন রেডিও তরঙ্গ ভেসে আসছে তার সঙ্গে কিছু এফআরবির সাদৃশ্য রয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যে, কিছু এফআরবির উৎপত্তিস্থল ম্যাগনেটারগুলো।’

ম্যাগনেটার স্টার হলো এক ধরনের নিউট্রন তারকা যার শক্তিশালী চৌম্বকক্ষেত্র থেকে উচ্চ শক্তিসম্পন্ন এক্স-রে ও গামা রশ্মি নির্গত হয়। বিজ্ঞানীরা এই সিগন্যালকে বলছেন ফাস্ট রেডিও বার্স্ট বা এফআরবি। এ ধরনের সিগন্যাল সাধারণত মিলি সেকেন্ড স্থায়ী হয় এবং একবার শোনার পর আর পুনরাবৃত্তি হয় না।

এই প্রথম বিজ্ঞানীরা ঘোষণা দিয়ে জানিয়েছেন, আমাদের গ্যালাক্সির একটি ম্যাগনেটার থেকে ভেসে আসছে রহস্যময় এই সিগন্যাল। এতে করে এফআরবি রহস্যের জট খোলা সহজ হবে বলে মনে করছেন তারা।

ফাস্ট রেডিও বার্স্ট সম্পর্কে মানুষ প্রথম জানতে পারে ২০০৭ সালে। ২০১৯ সালের জুনে বিজ্ঞানীরা জানান, তারা একটি এফআরবি শনাক্ত করতে সক্ষম হয়েছে, যার উৎপত্তিস্থল গ্যালাক্সি।

সম্প্রতি কানাডিয়ান হাইড্রোজেন ইন্টেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্টের (চাইম) ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি) প্রজেক্টে কর্মরত বিজ্ঞানীরা লক্ষ্য করেন, পৃথিবী থেকে ৫০ কোটি আলোকবর্ষ দূরে একটি নির্দিষ্ট জায়গা থেকে ক্রমাগত বার্স্ট (রেডিও সিগন্যালের ধারা) আসছে।

বিজ্ঞানীদের মতে, ভিনগ্রহের প্রাণীদের কোনো প্রযুক্তি এর জন্য দায়ী কারণ এই সিগনাল বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে থেকে আসা অসম্ভব নয় বলে দাবী তাদের।