বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৫ আগস্ট, ২০১৯ ০৫:৪০

সাধ্যের মধ্যে শাওমির ট্রিপল ক্যামেরা

আন্তর্জাতিক ডেস্ক।।

সাধ্যের মধ্যে ট্রিপল ক্যামেরার স্মার্টফোন এথ্রি বাজারে লঞ্চ করলো শাওমি। যা তাদের নিজেদেরই স্মার্টফোন রেডমি নোট সেভেন প্রো-কে টক্কর দেবে। Redmi Note 7 Pro- এর থেকেও কম রাখা হয়েছে নতুন লঞ্চ হওয়া Mi A3 Android One-এর দাম। এর আগে Redmi Note 7 Pro-র দামও এক হাজার টাকা কমিয়ে দিয়েছিল শাওমি।
 

এমআই এথ্রি'র ফিচার্স:

৬.৮ ইঞ্চি এইচডি + সুপার Amoled ডিসপ্লে থাকবে এই ফোনে। ডিসপ্লে-র রেজালিউসন 720×1520 পিক্সেল।

এথ্রি-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর থাকবে। Mi A3 তে 4GB ও 6GB RAM সমেত UFS 2.1 সাপোর্টেড 64GB ও 128GB অপশনে পাওয়া যাবে।

এথ্রি-তে অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম থাকছে। 48MP+8MP+2MP ট্রিপল ক্যামেরা অপশন থাকবে এ থ্রি-তে। থাকবে ৩২ মেগাপিক্সেল-এর ফ্রন্ট ক্যামেরা। 4,030mAh ব্যাটারি থাকছে। আপাতত তিনটি কালার অপশনে লঞ্চ হয়েছে শাওমি এ থ্রি।

বাংলাদেশে অফিসিয়ালি ফোনটির দাম পড়বে ২১ হাজার ৫০০ টাকা।