বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৩ নভেম্বর, ২০২০ ০৫:৩৩

হোয়াটসঅ্যাপে দিনে ১০ কোটি মেসেজ!

ডেস্ক রিপোর্ট

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এখন প্রতিদিন ১০ কোটি মেসেজ আদান-প্রদান হচ্ছে। আর এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ফেসবুকের মালিকানাধীন অ্যাপটিতে গত ইংরেজি নববর্ষে প্রথম এতসংখ্যক মেসেজ আদান-প্রদান হয়েছিল। কিন্তু করোনাসংশ্লিষ্ট লকডাউনের কারণে মাইলফলকটি এখন নিয়মিত পার করছে হোয়াটসঅ্যাপ।

এই সমীক্ষায় দেখা গেছে, অক্টোবর পর্যন্ত হোয়াটসঅ্যাপের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি। অন্যদিকে এই সময়ের মধ্যে ফেসবুকের মেসেঞ্জারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৩ কোটি। গেল জানুয়ারিতেই অ্যানড্রয়েড ডিভাইসে ৫০ কোটি বার ডাউনলোড হয়েছে হোয়াটসঅ্যাপ।