ধর্ম ও জীবন ২ নভেম্বর, ২০২০ ০৬:১৩

ফ্রান্সে মহানবীকে (সা.) অবমাননা

বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ শুরু হয়। 

বিক্ষোভ-সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জন, বাংলাদেশ সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি জানিয়ে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। বিক্ষোভ সমাবেশ শেষে ফ্রান্স দূতাবাস ঘেরাও করার জন্য দূতাবাস অভিমুখে গণমিছিল করবেন তারা। সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। ঘেরাও কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজত নেতারা।

রবিবার সন্ধ্যায় হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ও সংগঠনটির ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী গণমাধ্যমে প্রেরিত আলাদা বিবৃতিতে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে বাবুনগরী বলেন, ফ্রান্সে নবীজির (সা.) অবমাননার প্রতিবাদে ঈমানি দায়িত্ব হিসেবে সোমবার বেলা ১১টায় বায়তুল মোকাররমে জমায়েত হয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঘেরাও কর্মসূচি সর্বাত্মক সফল করতে হেফাজত নেতারা ও নবীপ্রেমিক তৌহিদী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।