বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৩১ অক্টোবর, ২০২০ ১০:৩০

বিজ্ঞাপনে মার্কিন নির্বাচনের প্রভাব পরবে: টুইটার

টেক ডেস্ক

মার্কিন নির্বাচনের প্রভাব বিজ্ঞাপন বিক্রিতে পড়ার ব্যাপারে সতর্ক করেছে টুইটার। নির্বাচন নিয়ে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো প্রতিক্রিয়া বোঝা কঠিন বলে মনে করেন মাইক্রো ব্লগিং সাইটটি।

এদিকে তৃতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশের পর টুইটারের শেয়ার মূল্য কমেছে ১৬ শতাংশ। গত বছরের তুলনায় চলতি বছরের চতুর্থ প্রান্তিকে খরচ ২০ শতাংশ বাড়ানোর প্রত্যাশা করছে টুইটার। বিনিয়োগ বৃদ্ধির কারণেই খরচ বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের। 

টুইটার বলছে, মে মাসে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার পর বিস্তৃত প্রতিবাদের মুখে  দ্বিতীয় প্রান্তিকে বিজ্ঞাপনে খরচ বাতিল করেছিলো অনেক প্রতিষ্ঠান৷ মার্কিন নির্বাচনের পরও এমন ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছে টুইটার৷

টুইটারের তথ্যমতে ১৮ কোটি ৭০ লাখ মাসিক সক্রিয় গ্রাহক রয়েছে প্রতিষ্ঠানটির৷ গ্রাহক সংখ্যা প্রত্যাশা মতো না বাড়লেও ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে আগের বছর একই প্রান্তিকের চেয়ে টুইটারের আয় ১৪ শতাংশ বেড়ে ৯৩ কোটি ৬০ লাখ ডলারে দাঁড়িয়েছে৷ বিশ্লেষকদের ধারণা ছিলো এই প্রান্তিকে প্রতিষ্ঠানের আয় হবে ৭৭ কোটি ৭১ লাখ ডলার৷

বিজ্ঞাপন ফরম্যাটে পরিবর্তনের কারণেই আয় বৃদ্ধি পেয়েছে বলে বিশ্লেষকদেরকে জানিয়েছেন টুইটারের প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল৷