অর্থ ও বাণিজ্য ৩০ অক্টোবর, ২০২০ ০৫:২৪

মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণহীন আলুর বাজার!

ডেস্ক রিপোর্ট

মুন্সীগঞ্জে পর্যাপ্ত আলু মজুদের পরও আলুর বাজার নিয়ন্ত্রণে আসছে না। জেলায় ১৩ লাখ টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সীগঞ্জে আলুর দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি। হিমাগার গেট, পাইকারি ও খুচরা বাজার কোথাও সরকার নির্ধারিত মূল্যের বাস্তবায়ন নেই। তাই জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু জানান, জেলার প্রতিটি হিমাগারে কি পরিমাণ আলু সংরক্ষণ করা আছে এবং প্রতিদিন কি পরিমাণ আলু বাজারে ছাড়া হচ্ছে সেই হিসাব প্রতিদিনই নেয়া হচ্ছে। আলুর বাজার ৫০ টাকা থেকে এখন ৪০ টাকায় নেমেছে। খুচরা বাজারে কেজিপ্রতি ৩৫ টাকা নিশ্চিত করতে অভিযান চলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবা নাসরিন বলেন, আলুর যোগান পর্যাপ্ত রয়েছে। বাজারেও তাই সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে হবে। 

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, বিক্রির প্রতিটি পর্যায়ে সরকারের বেঁধে দেয়া দামে যেন আলু বিক্রি হয় তা তদারকি করতে কাজ করছে স্থানীয় প্রশাসন।  

কৃষি বিভাগ বলছে, জেলার হিমাগারগুলোতে ১ লাখ মেট্রিক টনেরও বেশি খাবার আলু মজুদ রয়েছে।