বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৮ অক্টোবর, ২০২০ ০১:৪০

আসছে ফেসবুকের ক্লাউড গেমিং

টেক ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্প্রতি নিজস্ব ক্লাউড গেমিং সেবা নিয়ে এসেছে। নতুন ক্লাউড গেম দুটির নাম এসফল্ট ৯ এবং সুপারকার্ড।

ফেসবুকের ডেস্কটপ ওয়েব সংস্করণ ও অ্যান্ড্রয়েড অ্যাপের ব্যবহারকারীরা ‘ফ্রি-টু-প্লে’ হিসেবে গেমগুলো খেলতে পারবেন। এ জন্য আলাদা করে সাইটের বাইরে যাওয়ার দরকার পড়বে না।

সরাসরি ফেসবুকের ডেটা সেন্টার থেকে স্ট্রিম হবে গেমগুলো। পুরো ধারণাটির সঙ্গে মাইক্রোসফট ও গুগলের ক্লাউড গেমিং সেবার মিল রয়েছে। তবে ফেসবুকের গেমিং সেবার গেমগুলো মাইক্রোসফট ও গুগলের মতো কনসোল মানের নয়। এছাড়াও অ্যাপলের কড়া নিয়মের মুখে আইওএস ব্যবহারকারীদের জন্য সেবাটি আনতে পারেনি প্রতিষ্ঠানটি।

ফেসবুক গেমিং সেক্টরের ভাইস প্রেসিডেন্ট জেসন রুবিন এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা চাই না, ব্যবহারকারীরা দিনে ২০ বার ওয়েব ফেসবুকে যাক। আমাদের অসাধারণ একটি অ্যাপ রয়েছে। আমাদের আইওএসে অ্যাপলের প্রযুক্তি ও ব্রাউজার ব্যবহার করতে হবে, যা ক্লাউড গেমের সুবিধার অনুকূলে নয়।’