বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২৬ অক্টোবর, ২০২০ ১২:১৯

ইন্টারনেটের ধীরগতির সম্ভবনা ৫ দিন

টেক ডেস্ক 

সাবমেরিন ক্যাবলের মেরামত কাজের জন্য দেশের ইন্টারনেটের গতি কম হবার সম্ভবনা রয়েছে। আগামী ৫ দিন এই সমস্যায় ভুগতে পারেন গ্রাহকরা।

ইতোমধ্যেই ইন্টারনেট সেবাদাতা কিছু  প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের বিষয়টি জানিয়েছে। 

আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত গেটওয়েতে একটি সাবমেরিন ক্যাবল মেরামত চলছে।  আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত এই মেরামত কাজ চলার কথা।  

ইমদাদুল হক আরও বলেন, মাঝে মধ্যে সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’মেরামতের প্রয়োজন পড়ে। এ কারণে বিকল্প হিসেবে কেউ কেউ চেন্নাই হয়ে বিকল্প পথে সিঙ্গাপুর যান। সেখানে কিছু কিছু সার্কিট মেরামত হচ্ছে। এতে ঘুরে যেতে হবে। ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।