শিক্ষা ২১ অক্টোবর, ২০২০ ০৯:৪৭

ফরিদপুরে বঙ্গবন্ধু-বিএনএফ শিক্ষা বৃত্তি প্রদান

নিজস্ব প্রপ্তিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু-বিএনএফ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিডাব্লিউও পরিচালক হাফিজুর রহমান মন্ডল। বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান মৃধা, বিএফএফ পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের জেলা কো-অডিনেটর শিপ্রা গোস্বামী, পথকলি সংস্থার পরিচালক বেলায়েত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ- কবির খোকন প্রমুখ।

বাংলাদেশ এনজিও ফেডারেশনের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পিডাব্লিউও আয়োজনে শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮ জন শিক্ষার্থীদের প্রত্যেকের মাঝে তিন হাজার করে টাকা প্রদান করা হয়।