সারাদেশ ২১ অক্টোবর, ২০২০ ০৭:৪২

প্রেসক্লাবের সামনে ২৫ টাকা কেজিতে আলু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আজ বুধবার থেকে ট্রাক সেলের মাধ্যমে আলু বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এরই অংশ হিসেবে আজ সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করে টিসিবি। নির্ধারিত দামে আলু কিনতে মানুষের দীর্ঘলাইন দেখা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২৫ টাকা দরে একজন সর্বোচ্চ দুই কেজি আলু কিনতে পারবেন। একই সঙ্গে, পিয়াজ, ভোজ্যতেল, চিনি, মশুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে টিসিবি।

এদিকে, খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ থেকে বাড়িয়ে ৩৫ টাকা পুনর্নির্ধারণ করে দিয়েছে সরকার। মঙ্গলবার খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতরে এক মতবিনিময় সভায় দাম নির্ধারণ করা হয়।