খেলাধুলা ২০ অক্টোবর, ২০২০ ০১:২৭

বাংলাদেশ সফরের জন্য নেপালের প্রস্তুতি শুরু

স্পোর্টস ডেস্ক

করোনা বিরতির পর আগামী মাসে দুটি ম্যাচ খেলতে ঢাকা সফর করবে নেপাল জাতীয় দল। দুই দলের মধ্যে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রস্তাবে সাড়া দিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)

২৬ অক্টোবর নেপালের সবচেয়ে বড় উৎসব দাসেইনের পরই শুরু হবে দেশটির অনুশীলন ক্যাম্প। খবর এএনএফএর। সফরের তারিখ অস্পষ্ট হলেও ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক অনুশীলন করে আগামী নভেম্বর ঢাকা পৌঁছবে তারা।

এদিকে বাংলাদেশ সফরে নেপালের খেলোয়াড়, স্টাফ কোচদের জন্য স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টিনের সময় কমিয়ে আনা হবে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সোমবার এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা নেপালকে স্বাগত জানাচ্ছি। সব স্বাস্থ্যবিধি মেনেই তাদের আতিথেয়তা দেব। একটা জায়গায় রেখে তাদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হবে।

সূত্র জানিয়েছে, ১৪ দিনের বদলে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হতে পারে নেপালকে। ধাপে ধাপে করোনা পরীক্ষা করানো হবে সফরকারীদের। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার কারণে যতটুকু কঠোর হওয়া দরকার ততটুকু কঠোর হবো। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খেলা আয়োজনের সব ব্যবস্থা নেয়া হবে।

আগামী ১৩ ১৭ নভেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। দুটি ম্যাচই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসতে চলেছে। তার আগে ২৩ অক্টোবর ফার্স হোটেলে শুরু হওয়ার কথা বাংলাদেশের ক্যাম্প। বিশ্বকাপ বাছাইয়ের মতো ৩৬ সদস্যকে ঢাকা হবে অনুশীলন ক্যাম্পে। ২৮ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের কোচ জেমি ডে