নিজস্ব প্রতিবেদক
প্রশাসনের অভিযান ও জরিমানার ভয়ে পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় এ চিত্র।
হঠাৎ করেই নানা অজুহাতে আলুর দাম বেড়ে হয় দ্বিগুণ। সরকারের পক্ষ থেকে খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকা দাম নির্ধারণ করে দেবার পরও তা আমলে নিচ্ছেন না ব্যবসায়ীরা বলে জানান সংশ্লিষ্টরা।
পাইকারি ও খুচরা বাজারে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি। দাম নিয়ন্ত্রণে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও প্রশাসনের একাধিক টিম। তাই অভিযান ও জরিমানার প্রতিবাদে ব্যবসায়ীদের আলু বেচাকেনা বন্ধ রেখেছেন।
আলুর দাম পুনর্নির্ধারণে আজ বিকেল ৩টায় কৃষি বিপণন অধিদপ্তরে কোল্ড স্টোরেজের মালিকরা সরকারের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে বৈঠক করবে। তাই তারা আলু বিক্রি বন্ধ রেখেছেন বলে জানা যায়।
কারওরান বাজারের পাইকারি আলু ব্যবসায়ী মো. হাফিজ বলেন, প্রতিদিন প্রশাসনের লোকজন অভিযানে এসে আমাদের বিরুদ্ধে জরিমানা করছে। অযথা জরিমানা দিয়ে ব্যবসা করা আমাদের পক্ষে সম্ভব না। তাই এখন থেকে যত দিন পর্যন্ত অভিযান চলবে আমরা ব্যবসা করব না।