রাজনীতি ১৯ অক্টোবর, ২০২০ ০৯:৪৮

করোনাকালে সব জায়গায় প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছেছে, দাবি তোফায়েলের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা- আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনাকালীন এমন কোন জায়গা নেই যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহায্য করেননি। তার বড় প্রমাণ সাংবাদিকরা।

প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তোফায়েল আহমেদ ভোলার সাংবাদিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের কারণেই করোনার মধ্যেও বাংলাদেশের মানুষ মোটামুটি ভাল আছে।

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় যেভাবে করোনা মোকাবিলা করা হয়েছে তা পৃথিবীতে বিরল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে উন্নয়নে রোল মডেলে পরিণত হয়েছে।

সোমবার দুপুরে ভোলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে কোভিড-১৯ এর সময় সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশের আহবান জানিয়েছেন।

সময় তোফায়েল আহমেদ আরও বলেন, দ্বীপ জেলা ভোলাকে নদী ভাঙন থেকে রক্ষাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। ৮শ কোটি টাকা ব্যয়ে ভোলা-চরফ্যাসন সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ভোলা-বরিশাল ব্রিজ। এই ব্রিজ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে সেতু বিভাগ কাজ শুরু করেছে। এই ব্রিজ নির্মাণ হলে ভোলা দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জেলায় পরিণত হবে।

ভোলা প্রেস ক্লাবে সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা- আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা- আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

এছাড়া বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের ছেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে ভোলায় কর্মরত ৭৫ জন সাংবাদকর্মীকে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।