আন্তর্জাতিক ১৯ অক্টোবর, ২০২০ ০৮:১৩

কুয়েতে প্রথম আট নারী বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক
কুয়েতে নারীদের পক্ষে সুখবর এলো। উপসাগরীয় এ রাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো ৮ জন নারী বিচারকের দায়িত্ব পেয়েছেন। খবর এএফপির।

দেশটির উচ্চ আদালতে মোট ৫৪ জন বিচারক রয়েছেন।

নারীদের অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন কুয়েত উইমেন্স অ্যান্ড সোশ্যাল কালচারাল সোসাইটির প্রধান লুলওয়া সালেহ আল মুল্লা বলেন, বিচারক হিসেবে দায়িত্ব পালনে ও নারীর অধিকার আদায়ে তার সংগঠন দীর্ঘদিন ধরে লড়াই করছিল। বিচারপতি হিসেবে নারীদের নিয়োগ আমাদের কাছে বড় জয়। আশা করছি, পুরুষের চেয়ে নারীরা যে কোনো অংশে পিছিয়ে নন- এবার তা প্রমাণ হবে। 
২০০৫ সালে নারীদের প্রথম ভোটাধিকার দেয় কুয়েত সরকার। এরপর দেশটিতে ২০০৯ সালে প্রথম নারী সংসদ সদস্য নির্বাচিত হয়।