Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

ধর্ষণ নিয়ে ভাবনার ভাবনা

নিজস্ব প্রতিবেদক   

দেশে একের পর এক ধর্ষন ও নারী নির্যাতন এ পরিস্থিতি নিয়ে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করছেন অনেক অভিনয় শিল্পী ও কলাকৌশলীরা।আওয়াজ তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে ধর্ষন ও পোশাক নিয়ে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী আসনা হাবীব ভাবনা। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।

নারীর পোশাক নিয়ে কেবল মাত্র পুরুষই নয় ,অনেক নারীর ও অনেক সমস্যা আছে । যেমন আমাকে সব সময় সবাই বলে থাকে আমাকে দেখলে মনে হয় না আমি বই লিখতে পারার ক্ষমতা রাখি । আমি যখন নতুন ছিলাম আমাদের সিনিয়র বহু অভিনেত্রী রা আমার পোশাক নিয়ে আমার সামনেই বহু হাসাহাসি করেছেন ।

কিছুদিন আগে করোনাকালে আমি কিছু নাচের ভিডিও আপলোড করেছিলাম ,সেখানে ও একজন নারী নৃত্যশিল্পী আমার দেহ ভঙ্গিমা নিয়ে কথা বলেছেন ।বলেছেন কেবল লাইক কুড়ানোর জন্যে আমি নেচেছি ।আরেক জন আমার মায়ের চেয়ে বড় হবে সে বলেছেন আমার শরীরে নাচ দেখতে তার বমি আসে ।

তো মেয়েদের পোশাক নিয়ে কেবল ছেলেরা না অনেক নারীদের ও অনেক সমস্যা । কারন তারা শারীরিক ভাবে নারী কিন্তু মস্তিস্কে পুরুষ । পোশাক দেখে বিচার করা আমাদের পুরোনো অভ্যাস । এ থেকে কিভাবে আমরা বের হব তার উত্তর আমার জানা নেই । তবে প্রতিবাদ করতে হবে । চুপ থাকতে থাকতে আমরা যেন একদিন সবকিছু হারিয়ে না ফেলি ।

আপনার চেয়ে সফল কাউকে দেখলেই মনে হবে তার যোগ্যতা নেই ,অবশ্যই অসৎ ভাবে সে সফল হয়েছে ।আর মেয়েদের ক্ষেত্রে খুব সোজা অফিসের বসের সাথে শিক্ষকের সাথে ,আর আমরা তো নায়িকা আমরা তো সবার সাথেই যে কোন কিছুর বিনিময়ে সফল হতে পারি। কারন আমরা আমার চেয়ে সফল কাউকে নিতে পারি না। মেয়েদের পোশাক না দেখে , তার কাজ দেখুন। তার অধ্যবসায় দেখুন।


আরো খবর